শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

ফিরে আসছে সেন্টমার্টিনগামী জাহাজ বে ওয়ান ক্রুজ

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২:৪৪ অপরাহ্ণ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২:৪৪ অপরাহ্ণ
ফিরে আসছে সেন্টমার্টিনগামী জাহাজ বে ওয়ান ক্রুজ

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজের ইঞ্জিন রুম থেকে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ার পর সাগরে নোঙর করে রাখা হয়েছিল জাহাজটি। প্রায় ৮ ঘণ্টা পর এখন জাহাজটিকে চট্টগ্রামের দিকে নিয়ে আসা হচ্ছে।

জাহাজটির মালিক সংস্থা কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, ইঞ্জিনের রুমে তারে স্পার্ক করে সমস্যা হয়েছিল। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ইঞ্জিনে কিছু কাজ করতে হবে। তাই রিস্ক না নিয়ে চট্টগ্রামের দিকে জাহজটি ফেরত চলে আসছে। জাহাজটিতে ৭৫০ জনের মতো যাত্রী ছিলেন। তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আজ যারা টিকেট কেটেছিলেন তারা ইচ্ছে করলে আবার পরবর্তীতে এই টিকেটে যেতে পারবেন। আর যারা যাবে না তাদের টাকা ফেরত দেওয়া হবে।

জাহাজটিকে কিভাবে আনা হচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জাহাজটি নিজে নিজে আসছে। পেছনে পাইলটের একটি টাগবোট আছে। ভিড়ানোর সময়ও টাগবোট লাগবে।

সম্পর্কিত পোস্ট