মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ফার্মেসিতে গৃহবধূর মরদেহ: তিন আসামি ৮ দিনের রিমান্ডে

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৭:২২ অপরাহ্ণ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৭:২২ অপরাহ্ণ
ফার্মেসিতে গৃহবধূর মরদেহ: তিন আসামি ৮ দিনের রিমান্ডে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অভি ফার্মেসিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ছয় টুকরা করার ঘটনায় হত্যাকারী জিতেশ গোপ ও তার দুই বন্ধুকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাজির করে আসামিদের ১০ দিনের রিমান্ড চায় সিআইডি। পরে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ঢাকায় সিআইডি সংবাদ সম্মেলনে জানায় প্রাথমিকভাবে ঘাতকরা জ্যোস্নাকে হত্যার কথা স্বীকার করেছেন।

শাহানাজ পারভীন জ্যোস্না হত্যাকাণ্ডের পর অভি ফার্মেসির মালিক জিতেশ গোপকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। পরে তার সহযোগী দুই বন্ধু অনজিৎ চন্দ্ৰ গোপ ও অসীত গোপকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, জগন্নাথপুর উপজেলা সদরের আবদুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন জ্যোস্না (৩৫) নামে ওই গৃহবধূকে ধর্ষণের হত্যা করে মরদেহ ছয় টুকরা করে গুম করার চেষ্টা করছিল জিতেশ ও তার বন্ধুরা।

শাহানাজ পারভীনের স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। ছুরুক মিয়ার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। ওই গৃহবধূর বাবার বাড়ি উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামে। শাহানাজ জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলে-মেয়ে নিয়ে নিজ বাসায় বসবাস করতেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহানাজ। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসির মালিকের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়েছেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো শাহানাজের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন। এক বছর ধরে ওই মার্কেটে নিজে অভি ফার্মেসি খুলে ব্যবসা শুরু করেন।

সম্পর্কিত পোস্ট