সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের জটলা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১৯ অপরাহ্ণ
প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের জটলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে বিএনপির বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন জাতীয় প্রেসক্লাব চত্বেরে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠে সমাবেশস্থল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে ওই এলাকায় জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য রাখেন ।

সমাবেশ ঘিরে বেলা সাড়ে ১১টা থেকেই বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিএনপি কর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগানে পুরো এলাকা মাতিয়েছে রেখেছেন। মিনি ট্রাকের ওপর স্থাপন করা হচ্ছে সমাবেশের মঞ্চ। রাস্তায় কর্মীদের বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল।

সমাবেশটি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশ আজ দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিডিউল পরিবর্তন করে সমাবেশটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বলে রাতেই গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

সংলাপ/২৬/০২/০০৬/আজমল

সম্পর্কিত পোস্ট