শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রেসক্লাবের মর্যাদা ক্ষুন্ন করেছে বিএনপি-হাছান মাহমুদ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ
প্রেসক্লাবের মর্যাদা ক্ষুন্ন করেছে বিএনপি-হাছান মাহমুদ

জাতীয় প্রেসক্লাবে বিএনপি রাজনৈতিক কার্যালয়ের মতো সমাবেশ করে প্রেসক্লাবের মানমর্যাদা ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন,প্রেসক্লাব সাংবাদিকদের ও একটি জাতীয় প্রতিষ্ঠান।প্রেসক্লাবে অবশ্যই সরকারের পক্ষে-বিপক্ষে বা সিভিল স্যোসাইটির আলোচনা সভা হতে পারে। এখানে রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে যেভাবে সমাবেশ হয়, সেভাবে সমাবেশ করা সমীচীন নয়। মির্জা ফখরুল সাহেবরা এটি করেছেন। এতে প্রেসক্লাবের পবিত্রতা ও মানমর্যাদা নষ্ট করা হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

তথ্যমন্ত্রী বিএনপির সরকার পতনের ডাকের কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগ সরকার গঠনের ৩ মাস পর থেকে আমরা গণঅভ্যুত্থানের কথা শুনে আসছি। তিনি সরকারের গত সাড়ে ১২ বছরের উন্নয়নের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় বসে আবারো জঙ্গিবাদ সৃষ্টি করবে ৫শ’ জায়গায় বোমা ফোটাবে, দেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে।

তিনি আরো যোগ করে বলেন, বিএনপি নেতারা প্রায়ই জাতীয় ঐক্য স্থাপনের কথা বলেন। কিন্তু তারা যে ঐক্যটা করেছিলেন সেই ঐক্যটাই বাতাস চলে যাওয়া বেলুনের মতো চুপসে গেছে।

বিএনপি যে ২০ দলীয় জোট গঠন করেছিলো সেই দলে এখন আট-দশটি দলের বেশি নেই। বাকি সবদল পালিয়ে গেছে। এসময় তথ্যমন্ত্রী বিএনপির মাহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দিবাস্বপ্ন দেখা বন্ধ করে নিজেদের ঘর সামলানোর দিকে মনোযোগ দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট