শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ অর্ধেকে নেমেছে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ
প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ অর্ধেকে নেমেছে

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বিদায়ী বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। তবে কোম্পানির রিজার্ভ থেকে ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের।

এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ১৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা করে লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শেয়ারহোল্ডারদের অর্ধেক লভ্যাংশ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ। ওইদিন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

সম্পর্কিত পোস্ট