বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

প্রাইভেট বিমান নিয়ে মুখ খুললেন অক্ষয়

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ
প্রাইভেট বিমান নিয়ে মুখ খুললেন অক্ষয়

প্রতিটি সিনেমার আকাশছোঁয়া পারিশ্রমিক। সেটিও আবার বছরে একবারই নয়, একাধিকবার। এত টাকা আয় করা অক্ষয় কুমারের জীবন নিয়ে তাই মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই।

এরই মধ্যে একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, অক্ষয় নাকি একটি বিলাসবহুল প্রাইভেট জেটের মালিক। শুধু তাই নয়, তারা সেই বিমানের দামও ফাঁস করেছিল। বিমানটির দাম নাকি ২৬০ কোটি টাকা! খবরটি ছড়িয়ে পড়তেই এ নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এই খবরটি যে নেহাতই গুজব, তা জানাতে মুখ খুললেন স্বয়ং অক্ষয়।

রোববার টুইটারে ওই সংস্থার খবরের একটি স্ক্রিনশট পোস্ট করে অক্ষয় লেখেন, সবটাই মিথ্যা! কী ছেলেমানুষি। খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে, কিছু মানুষের বয়স বাড়ে না। তাই আমিও আর চুপ করে বসে থাকতে পারলাম না। আমার নামে মিথ্যা প্রচার করলে আমিও পাল্টা মুখ খুলব।

অক্ষয়ের হাতে এখন একাধিক ছবির কাজ রয়েছে। দীপাবলিতে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘রামসেতু’। এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা। তারপর অভিনেতা ‘সেলফি’ ও ‘ওহ্‌ মাই গড ২’ সিনেমার শ্যুটিং সারবেন।

সম্পর্কিত পোস্ট