বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

প্রবাসী কার্ড সংগ্রহে দুবাই কনস্যুলেটের বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ
প্রবাসী কার্ড সংগ্রহে দুবাই কনস্যুলেটের বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে অবস্থিত প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড বা প্রবাসী কার্ড সংগ্রহের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট।

আজ মঙ্গলবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসকল প্রবাসী ইতিপূর্বে প্রবাসী কার্ডের জন্য দুবাইতে আবেদন করেছে অথবা যারা এখনও কার্ড সংগ্রহ করেনি তারা নিজ নিজ কার্ড কনস্যুলেট থেকে সংগ্রহ করতে পারবেন।

একই সাথে বিজ্ঞপ্তিতে বৈদেশিক কর্মসংস্থান ও কল্যাণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে শ্রম কল্যাণ উইংয়ের ১৪নং কক্ষে সরাসরি যোগাযোগের জন্যেও অনুরোধ করা হয়। এ ছাড়া অনলাইনে যোগাযোগের জন্য ০০৯৭১৫৬৪৩০৭৭৮০ ( হোয়াটস অ্যাপ) নম্বরটি ব্যবহারের অনুরোধ করে দুবাই বাংলাদেশ কনস্যুলেট।

সম্পর্কিত পোস্ট