শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

প্রবাসীদের সেবা সহজ করতে দুবাইয়ে ‘দুয়ারে কনস্যুলেট’

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ১১:৪৭ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ৬:২৫ অপরাহ্ণ
প্রবাসীদের সেবা সহজ করতে দুবাইয়ে ‘দুয়ারে কনস্যুলেট’

প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলেট সেবা আরো সহজ করতে ‘দুয়ারে কনস্যুলেট’ নামে একটি ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের প্রাদেশিক শহরসমূহ এই কর্মসূচির আওতায় রয়েছে।

রমজান উপলক্ষে ইতিমধ্যে উক্ত কর্মসূচির আওতায় দুবাই ,শারজা, আজমান, উম্ম আল কোয়েন ও রাস আল খাইমাহ শহরে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দুবাইয়ের সেন্ট্রাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে ছিল এই কর্মসূচির সমাপনী ইফতার আয়োজন।

ইফতার আয়োজনের পূর্বে প্রবাসীদের উদ্দেশ্যে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, আমরা কনস্যুলেটের কার্যক্রম ও সেবাসমূহ প্রবাসী বাংলাদেশিদের দুয়ারে পৌঁছে দিবো। তাদের জন্য কনস্যুলেট সেবা সহজ করবো। দুবাই ও উত্তর আমিরাতে ছয়টি প্রদেশ। পাঁচটি প্রদেশে এই কর্মসূচির আওতায় ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আলাদাভাবে এসব আয়োজনে প্রায় ছয় হাজার বাংলাদেশি উপস্থিত হয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সফরকালে তিনি কনস্যুলেটকে প্রবাসীদের জন্য ও প্রবাসী বান্ধব করতে নির্দেশ দিয়েছেন। কনস্যুলেটকে প্রবাসী বান্ধব করতে হলে আমাদের আরো বেশি প্রবাসীদের কাছে যেতে হবে। প্রবাসীদের দুয়ারে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রীর সেই নিদের্শনা বাস্তবায়ন করার লক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি। যাতে আমরা প্রবাসীদের দুয়ারে সহজে পৌঁছতে পারি।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, মাহতাবুর রহমান নাসির সিআইপি, আবু জাফর চৌধুরী সিআইপি, রাজা মাল্লিক প্রমুখ।

এসময় কনস্যুলেট কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিক সহ প্রায় একহাজার প্রবাসী বাংলাদেশি এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইফতার আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও পাকিস্তানি ও আফগানি নাগরিকরা অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট