শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রবাসীদের সমস্যা সমাধানে ট্রাইব্যুনাল দাবি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৩:৪০ পূর্বাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৩:৪০ পূর্বাহ্ণ
প্রবাসীদের সমস্যা সমাধানে ট্রাইব্যুনাল দাবি

বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সম্প্র্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সভায় এই দাবি জানানো হয়। গত শুক্রবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যার বিষয়ে জানলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমাধানে অগ্রগতি নেই। এমনকি যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে পুলিশের প্রবাসী সেল।

যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারী ও জাহাংগীর হোসেন, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, অ্যাডভোকেট নুর ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসেইন, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী এবং এম রহমান কিবরিয়া।

সভা শেষে নিউইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট ম জাকির মিয়া সভাপতি, আবদুল হাই কাইয়ুম সহসভাপতি, এম রহমান কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সভায় আট সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট