শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রবাসীদের ভর্তুকি ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ ২১ মার্চ

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ৩:২৫ অপরাহ্ণ আপডেট: ২০ মার্চ ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ
প্রবাসীদের ভর্তুকি ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ ২১ মার্চ

সৌদি আরব প্রবাসীদের কোয়ারেন্টাইন বাবদ ২৫ হাজার টাকার ভুর্তকি ও প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ করবে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। আগামী ২১ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিনেসিয়াম মাঠের মুক্তির উৎসবও সুবর্ণ জয়ন্তী মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মুশাররাত জেবীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

রোববার চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার সময়ের সংলাপকে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি আরবে কোয়ারেন্টাইন বাবদ প্রবাসীদের ২৫ হাজার টাকার ভুর্তকি ও প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক হস্তান্তর করা হবে। এতে অর্থায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং সহযোগিতা করছে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

সম্পর্কিত পোস্ট