মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের নিয়ে উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী পালিত হয়েছে। বুধবার (১২ জুলাই) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূতাবাসের তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভূইয়া।
হাইকমিশনার সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে বাংলাদেশি খাবারের সমন্বয়ে নৈশভোজ পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিরা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বেগম নাওমী নাহরীন আজাদ নামে একজন প্রবাসী বলেন, করোনার বিধিনিষেধের কারণে বর্ষবরণ উৎসব কিংবা জাতীয় দিবসগুলো ছিল অনেকটা ঘরবন্দি। দীর্ঘদিন পর এবার দূতাবাসের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে সবাই একত্রিত হয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশি চিকিৎসক, ব্যবসায়ী, সমাজকর্মী ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে।