শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রবাসীদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সেবা

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ৩:১৭ পূর্বাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ৩:১৭ পূর্বাহ্ণ
প্রবাসীদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সেবা

বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের সম্পূর্ণ ব্যাংকিং সেবা দিতে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক্সপার্ট ব্যাংকিং সেবা চালুর ঘোষণা দিয়েছে। এ সেবার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশ এবং স্বদেশে নির্বিঘ্নে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ সেবার প্রথম ডেডিকেটেড হেল্পডেস্ক হিসেবে বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের জন্য বাংলাদেশ-ভারত এনআরআই ডেস্ক চালু হচ্ছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারতীয় ক্লায়েন্টদের ব্যাংকিং চাহিদা পূরণ করবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এনআরআই ডেস্কের মাধ্যমে গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাপোর্ট টিমের সঙ্গে প্রয়োজনে সহজেই যোগাযোগ করতে পারবেন। যাদের উভয় দেশের স্ট্যান্ডার্ড চার্টার্ডে অ্যাকাউন্ট আছে, তারা অর্থ বিনিময় এবং মুদ্রা রূপান্তর হারে বিশেষ সুবিধা পাবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, প্রবাসী ব্যাংকিং সলুশনের মাধ্যমে স্বদেশ থেকে প্রবাসী ক্লায়েন্টদের দূরত্ব কমে আসবে এবং তারা আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট ও বিজনেস ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ বলেন, নতুন এ পরিষেবা বাংলাদেশের রিটেইল ব্যাংকিং শিল্পের রূপান্তরে অবদান রাখছে।

সম্পর্কিত পোস্ট