শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শারজায় সীতাকুণ্ড প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এস এম আল মামুন এমপি

‘প্রবাসীদের এনআইডিতে ভুল সংশোধনে মিশন গুলোকে উদ্যোগ নিতে হবে’

প্রকাশ: ১০ জুন ২০২৪ | ১০:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ১০ জুন ২০২৪ | ১০:৫৫ পূর্বাহ্ণ
‘প্রবাসীদের এনআইডিতে ভুল সংশোধনে মিশন গুলোকে উদ্যোগ নিতে হবে’

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন, সমৃদ্ধ চট্টগ্রাম করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ইতিমধ্যে ব্যাপক অবদান রেখেছে। আগামীতে চট্টগ্রামকে সিঙ্গাপুরে রূপান্তরিত করতে তিনি আরো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সীতাকুণ্ড প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি বলেন, প্রবাসীদের যাবতীয় সমস্যা সমাধানে বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন গুলো পরিকল্পনা করে সরকারের কাছে উপস্থাপন করলে সরকার এ ব্যাপারে যথাযত পদক্ষেপ নিতে পারে।

ক্যাপ্টেন আইনুল কবিরের সভাপতিত্বে ও মোহাম্মদ জুয়েলের উপস্থাপনায় অনুষ্ঠানে সংসদ সদস্য আল মামুন আরো বলেন, প্রবাসীরা বর্তমানে যে সমস্যা বেশি মোকাবিলা করছেন তা হচ্ছে এনআইডি সমস্যা।এনআইডি এবং পাসপোর্টে অসংখ্য ভুলের মাশুল দিচ্ছেন হাজার হাজার প্রবাসী। এই সমস্যা দূরীকরণে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর,আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, সারজা বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, কমিউনিটি নেতা সেলিম উদ্দিন চৌধুরী, আজগর খান চৌধুরী, এম এ কাশেম, ওয়াহিদুল মুস্তফা, মোঃ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে সীতাকুন্ড এলাকায় প্রায়ই ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। সীতাকুণ্ডের অসংখ্য প্রবাসী বাংলাদেশী তাদের স্থানীয় এমপিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান।অনেকে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাদের প্রিয় নেতাকে ফুলেল সংবর্ধনা জানাতে। সংবর্ধনার জবাবে এস এম আল মামুন সীতাকুণ্ড এলাকার প্রবাসীদের যাবতীয় সমস্যা নিরসন ও তাদের জান মালের নিরাপত্তায় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

সম্পর্কিত পোস্ট