
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান মহানগর আওয়ামী লীগ। রোববার (৫ জুন) বিকালে হামট্রামিক শহরের বাংলা টাউনের কনান্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এ সময় মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ খান, সালেহ আহমদ বাদল, আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক শুয়েব খান, দপ্তর সম্পাদক নুরুল হাসান পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম খচ্ছরু, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সদস্য হারুন আলী,তাহের উদ্দিন লুৎফুর, সাজন চৌধুরী, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, শেখ সেবুল আহমদ, মারুফ খান, ইয়ান উদ্দিন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদোজা জুনেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, সদস্য আনোয়ার হোসেন, কাজী নাঈম, মিশিগান স্টেট সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইজাজুল হোসেন, যুগ্ম সদস্য সচিব হামিদ খান, মিশিগান স্টেট ছাত্রলীগ নেতা জিসান আহমদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়।
আওয়ামী লীগ সৈনিকেরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। এই সময় তারা বিএনপির ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।