![প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের মহাজনহাট কলেজ](https://somoyersonglap.ae/wp-content/uploads/2022/04/1-21.jpg)
বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান কলেজ। শনিবার (২ এপ্রিল) বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরষ্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়।
পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারে পরিচালক ড. মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে।
জানা গেছে, জীবনের জন্য বিজ্ঞান এই শ্লোগানে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারে উদ্যোগে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
সবশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সংলাপ-০২/০৪/০০৭/আ/আ