মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

প্রকাশ্য আজানের অনুমতি দিল জার্মানি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ২:১৮ অপরাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ২:১৮ অপরাহ্ণ
প্রকাশ্য আজানের অনুমতি দিল জার্মানি

আগামী শুক্রবার থেকে প্রকাশ্য মাইক্রোফোনে আজান দেওয়ার অনুমিত দিয়েছে জার্মানির কোলনের মেয়র।

পৌরসভার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জার্মানিতে বসবাসরত ৪.৫ মিলিয়ন মুসলিমরা।

তবে আজান সম্প্রচার করার ক্ষেত্রে মসজিদগুলোকে লাউড স্পিকারের শব্দসীমা মেনে চলতে হবে ও নিকটস্থ বাসিন্দাদের বিষয়টি আগাম অবহিত করতে হবে।

কোলনের মেয়র হেনরিয়েট রেকার এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন।

টুইট বার্তায় তিনি জানান, মুয়াজ্জিনের আজানের অনুমতি দেওয়া আমার কাছে একটি সম্মানের বিষয়। কোলন শহর ও সেখানের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলের একটি চুক্তির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২ বছরের এই উদ্যোগ অনুযায়ী কোলনের ৩৫ টি মসজিদকে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল ৩ টার মধ্যে পাঁচ মিনিট সময় পর্যন্ত আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট