মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

প্যারিস দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল রাষ্ট্রদূতের আশ্বাসে

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ
প্যারিস দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল রাষ্ট্রদূতের আশ্বাসে

ফ্রান্সে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে আগামী ২৯ আগস্ট ডাক দেওয়া আন্দোলন বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। শুক্রবার বিকেলে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা শেষে তারা দূতাবাস ঘেরাও কর্মসূচি বাতিল ঘোষণা করেন।

তারা তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন তারা। পাসপোর্টকে কেন্দ্র করে দেশে একটি সংঘবদ্ধ ও সক্রিয় দালালচক্রের প্রতারণার কথাও ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং তা প্রতিকারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। রাষ্ট্রদূত তালহা উপস্থিত প্রত্যেক ভুক্তভোগীর কথা শুনেন প্রথমে । পাসপোর্ট দেওয়া প্রক্রিয়ায় দূতাবাসের আইনি সীমাবদ্ধতা পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা দূতাবাস নিয়মিত সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনরায় তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকা সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ভুক্তভোগী প্রবাসীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে দূতাবাসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, কমিউনিটি নেতা সাত্তার আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরেন। এ সমস্যা নিরসনে দূতাবাসের স্বপ্রণোদিত প্রবাসীবান্ধব উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সম্পর্কিত পোস্ট