প্যাকেজিং কাগজের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে বছর বছর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই এই সিন্ডিকেট বন্ধ করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি এম. এ. বাশার পাটোয়ারী।
সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে- ১০০ শতাংশ কাগজের মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা; ৮০ শতাংশ কাগজ কল মালিকদের ভ্যাট ট্যাক্স ফাঁকি বন্ধের ব্যবস্থা করা; প্রতিটি পেপার মিলের বিদ্যুৎ বিল ও গ্যাস বিল নিরীক্ষা করে উৎপাদিত কাগজের পরিমাণ নির্ণয়সহ ভ্যাট ট্যাক্স ফাঁকির পরিমাণ নির্ণয় করে আইনের আওতায় আনা; প্যাকেজিং শিল্পকে বাঁচানোর জন্য আমদানি ক্ষেত্রে সিডি প্রত্যাহার করে কাগজের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া; ১৯১৮-১৯ অর্থবছরের আগের এআইটি আইন পুর্নবহাল করে ১০০ শতাংশ এআইটি কর্তন করা এবং সরকারের বন্ধ হয়ে যাওয়া অথবা লোকসানি কাগজকলগুলো আয় থেকে দায়শোধ প্রক্রিয়ায় কার্টন প্রস্তুতকারী সেক্টরের কাছে হস্তান্তর করা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাজাহান কামাল সাজু, সৈয়দ ফখরুল আলম, সাধারণ সম্পাদক মীর রায়হান আরিফ, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।