পোশাক শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস দেওয়া শুরু করেছেন কারাখানা মালিকরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে বোনাসের পাশাপাশি কিছু কিছু প্রতিষ্ঠান বেতনও দিচ্ছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ী মালিকরা জানান, আজ থেকে কিছু কারখানায় বোনাস ও বেতন দেওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বোনাসের পাশাপাশি ন্যূনতম এপ্রিলের প্রথম ১৫ দিনের বেতন দেবে। শ্রমিক নেতাদের দাবি ছিল ২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধ করার।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, দেশে বর্তমানে চার হাজার রফতানিমুখী কারখানা রয়েছে। এর মধ্যে ৪০-৫০টি পোশাক কারখানার শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। আজ আরও ১০০-১৫০ কারখানায় বেতন-বোনাস দেওয়া হবে। এর মধ্যে কেউ কেউ বেতন আবার কেউ কেউ বোনাস দিচ্ছেন।
প্রায় চার হাজার পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৭৩৫টি তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য।
তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, গত বছর আমরা ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করছি। এবারও যাতে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্য সর্বাত্মক চেষ্টা করব।
তিনি বলেন, কারখানাগুলোতে বেতন ও বোনাস দেওয়া শুরু হয়েছে। ঈদের ছুটির আগেই সবাই বেতন-বোনাস পেয়ে যাবেন।
বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, আজ থেকে বেতন বোনাস দেওয়া শুরু হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনো মার্চের বেতন দিতে পারেনি তারাও সরকার নির্ধারিত সময়ে মধ্যে বেতন বোনাস দেবে।
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ঈদের আনন্দ আমাদের সবার। সবাই যাতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা শ্রমিকদের বেতন ও বোনাস দিচ্ছি। তারা যাতে আগে পরে করে বাড়ি যেতে পারে সেভাবে ছুটি দেওয়ার কথাও চিন্তা করছি।