ফুটবলের রাজা ব্রাজিলের পেলের শেষকৃত্যে যোগ দিতে ফ্রান্স থেকে সাও পাওলোয় পৌঁছেছেন নেইমার। গত বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার, কালো মানিক।
সোমবার ভোরে (ব্রাজিলের স্থানীয় সময়ে) পেলের কফিন আনা হয়েছে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এখানেই প্রিয় ফুটবলারকে শ্রদ্ধা জানাচ্ছেন সান্তোসের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে এই শ্রদ্ধা। এরপর শুরু হবে পেলের শেষকৃত্যের যাত্রা।
ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরেই স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। বছরের শুরুটা সুখকর হয়নি তার। পান লাল কার্ড।
পেলের সঙ্গে নেইমারের সম্পর্কটা ছিল বেশ গভীর। পেলে মারা যাওয়ার পর নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে দিয়েছেন শৈল্পিকতার ছোয়া। আনন্দ বিলিয়েছেন সবার মাঝে। রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু থেকে গেল।’
ব্রাজিলের হয়ে একটা দীর্ঘ সময় সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল পেলের, ৭৭টি। কাতার বিশ্বকাপে পেলের সেই রেকর্ড স্পর্শ করেন নেইমার। দুজনেরই গোল ৭৭টি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে দারুণ এক গোলে পেলেকে স্পর্শ করলেও ব্রাজিলকে বিদায় নিতে হয় টাইব্রেকারে হেরে।