শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পেট্রোল বোমা বানাচ্ছেন ইউক্রেনে নারীরা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৭ পূর্বাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৭ পূর্বাহ্ণ
পেট্রোল বোমা বানাচ্ছেন ইউক্রেনে নারীরা

ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ সেনারা ঢুকে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ডিনিপ্রো শহরের নারীরা রুশ আগ্রাসন থেকে নিজেদের শহরকে রক্ষা করার জন্য এইবার নারীরা তৈরি করছেন পেট্রোল বোমা।

বিবিসি সূত্রে জানা গেছে, সড়কের পাশে ঘাসের ওপর নারীরা জটলাবদ্ধ হয়ে বসে আছেন। পাশেই রাখা আছে কতগুলো মলোটোভ ককটেল (এক ধরনের পেট্রোল বোমা)। যা সবাই ভাগাভাগি করে কাজ করছেন।

তারা বলেন, জটিল কিছু ভাবার সময় নেই। তাই তারা মলোটোভ ককটেল তৈরি করছেন। এর মধ্য একজন নারী বলে ওঠেন এগুলো খুবই ভয়ঙ্কর। তবে তারা যেকোনো কিছুর জন্য প্রস্তুত।

এইখানে রয়েছে শিক্ষক, আইনজীবী, গৃহিণী। সবাই ঘর ছেড়ে এসে রাশিয়ান সৈন্যদের ভূপাতিত করার মন্ত্রে। কেউ কাঁচের বোতল গুছিয়ে রাখছেন, কেউ আবার জ্বালানি ঢালছেন।

ডিনিপ্রো শহর এখনো হামলার শিকার হয়নি। যদি হামলা হয় কিরকম পরিস্থিতি হবে তা খুব সহজেই অনুমান করা যাচ্ছে। এখানকার মিলিটারি হাসপাতালে মাত্র ৪০০ শয্যা রয়েছে, যেগুলো ইতোমধ্যেই আহত সৈন্যদের চিকিৎসা দিতে পূর্ণ হয়ে গেছে।

সংলাপ ২৭/০২/০১ আজিজ

সম্পর্কিত পোস্ট