মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

পূজার ছুটিতে গিয়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ
পূজার ছুটিতে গিয়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল

দুর্গাপূজার ছুটিতে বাড়ি গিয়ে বিমল জ্যোতি (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মৃত ধন সঞ্জ্য ত্রিপুরার ছেলে।

জেলা পুলিশ প্রশাসন জানায়, শুক্রবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০দিনের নৈমত্তিক ছুটি নিয়ে নিজ বাড়িতে যান বিমল। বাড়ি যাওয়ার পর গত রোববার তার শরীরে অতিরিক্ত জ্বর দেখা দেয়। পরে পরিবারে সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, মৃত্যুর খবর তার স্ত্রী পুলিশকে অবহিত করেছে।

সম্পর্কিত পোস্ট