প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
যারা পদোন্নতি পেয়েছেন তাদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।