খুলনার কয়রা উপজেলায় একটি পুকুরে পাওয়া গেছে মা, বাবা ও মেয়ের লাশ। আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। পরিকল্পিতভাবে হত্যার পর লাশ তিনটি পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন হাবিবুর রহমান (৩০), তাঁর স্ত্রী বিউটি খাতুন (২৬) ও তাঁদের মেয়ে হাবিবা খাতুন টুনি (১৩)। নিহত হাবিবুর পেশায় দিনমজুর। তাঁর মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী ও স্ত্রী গৃহিণী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পুকুরে তিনটি লাশ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা লাশগুলো দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশগুলো উদ্ধার করে। নিহত তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা, বাবা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতে তদন্ত চলছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।