শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ৬:৩১ অপরাহ্ণ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ৬:৩১ অপরাহ্ণ
পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

দরপতন কাটিয়ে উঠে চাঙ্গা হচ্ছে দেশের পুঁজিবাজার। এর ফলে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৭ জানুয়ারি) সূচক চাঙ্গা ভাবের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন বিমা, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনর পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা। অর্থাৎ গত ২ মাস ৮ দিনের মধ্যে আজ পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগের গত বছরের ৯ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লখ ৯৬ হাজার ২১৪ টাকা। এর আগের গত বছরের ৯ নভেম্বর লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকার।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৭৩টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানির শেয়ারের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, নাভানা ফার্মা, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং এবং লাফার্জহোলসিম লিমিটেড।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৭টির ও ১০৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত পোস্ট