বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

পাকিস্তানে বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ৩:০৯ অপরাহ্ণ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ৩:১০ অপরাহ্ণ
পাকিস্তানে বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বাসের যাত্রীরা সবাই দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ছিলেন। তাদের শেল্টার হোম থেকে বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছিল। সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো জানান, বাস অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। কীভাবে বাসটিতে আগুনের সূচনা হয়েছে, তা জানা যায়নি। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসের জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েন।

জামশোরো শহরের ডিসি আসিফ জামিল বলেন, ‘বাসে যারা ছিলেন, তারা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা একটি মহাসড়কের পাশে আশ্রয় নিয়েছিলেন। বাসে করে দাদু জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা।’

সম্পর্কিত পোস্ট