মোংলার পশুর নদী থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে ওমেরাগ্যাস জেটিসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডিজেল উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
আটক চোরাকারবারি ও উদ্ধার ডিজেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি এলাকায় অভিযান চালিয়ে ট্রলারসহ কয়েকটি ড্রামে থাকা ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় ডিজেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে মো. নুর আলম (৫৩) এবং খুলনা জেলার মো. আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১)।