বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

পল্টন মোড় থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:০৭ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:০৭ অপরাহ্ণ
পল্টন মোড় থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন মোড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৫ বছর। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিজ উদ্দিন।

তিনি বলেন, আজ দুপুরের দিকে পেট্রোল ডিউটি করার সময় খবর পাই রাস্তায় এক অচেতন ব্যক্তি পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি পল্টন মোড় এলাকায় বিভিন্ন গাড়িতে মানুষের কাছে সাহায্য-সহায়তা চাইতো। তবে তার পোশাক দেখে ভিক্ষুক বলে মনে হয় না।

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত পোস্ট