পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম বলেন, পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সদা প্রস্তুত রয়েছে পর্তুগাল আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান। তিনি তার বক্তব্যে দেশ গঠনে রাজনৈতিক সংগঠনের ভূমিকা এবং গুরুত্ব তুলে ধরেন।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব আলম। কমিউনিটি ব্যক্তিত্ব সোয়েব মিয়া, পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, যুবলীগ নেতা খন্দকার ইউনুস ফাহাদ।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস লিসবনের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল রাজী ও আলমগীর হোসেন, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত আলী মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, পর্তুগাল আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, সহ-আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ডালিম খাঁন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক রুহেল আহমদ।
আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, জামাল উদ্দিন, রিয়াদ হোসেন খোকা, উজ্জ্বল তপাদার, আসাদ উদ্দিন, বাপ্পি তালুকদার, সাব্বির আহমেদ, মিজান। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ পর্তুগাল শাখার পক্ষ থেকে যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন ভূইয়া, নোমান হোসাইন, জুবায়ের চৌধুরী, মাহমুদুর হাসানসহ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা জুয়েল রানা। ইফতারের পূর্বে সংগঠনের সাধারণ সম্পাদক জামাল ফকির মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন।