পর্তুগালে কমিউনিটি ব্যক্তিত্ব ও সংবাদকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল’ (সিআরসিআইপিটি)। রোববার (১৭ এপ্রিল) লিসবনস্থ ফুডগার্ডেন রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিআরসিআইপিটির সেক্রেটারি হাফেজ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি, কমিউনিটি নেতা তসলিম উদ্দিন রানা, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মো. মোশারফ হোসাইন, সেক্রেটারি শাজেদুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহমাদ পাটোয়ারী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সেক্রেটারি রাসেল আহম্মদ, বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের সভাপতি রুবেল আহমদ, এসএম জাবেদ সরকার, শমাসুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় কমিউনিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।