পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানটি তিন পর্যায়ে সাজানো হয়। প্রথম পর্যায়ে ডাকযোগে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ১৭ মার্চ দিনের প্রথম প্রহরের অনুষ্ঠান এবং দ্বিতীয় প্রহরে বঙ্গবন্ধু শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্তমানে লিসবন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল রাজী দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।
দ্বিতীয় প্রহরে দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেনের পরিচালনায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভার শুরুতেই জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের দেওয়া বাণী পাঠ করে শুনানো হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং শিশু দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন। তাছাড়া বঙ্গবন্ধুর জীবন নিয়ে এনিমেশন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
সংলাপ-১৮/০৩/০০৫/আ/আ