শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পর্তুগালে প্রথম বাংলাদেশি কাউন্সিলর কাজল

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ
পর্তুগালে প্রথম বাংলাদেশি কাউন্সিলর কাজল

প্রথম কোন বাংলাদেশি হিসেবে পর্তুগালের বাণিজ্যিক শহর পোর্তোর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন শাহ আলম কাজল।

তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সন্তান।১৯৯২ সালে পর্তুগাল পাড়ি দেন কাজল। তিনি ২০০৪ সালে পর্তুগালের নাগরিকত্ব পান এবং ২০১১ সালে সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন।

গত ২৬ সেপ্টেম্বর পোর্তোর মিউনিসিপালিটি নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়ে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল ২১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে কাউন্সিল নির্বাচিত হন। তার বিজয়ে পর্তুগালে নতুন ইতিহাস রচনা হলো।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে কাজল সাংবাদিকদের বলেন, আমি মনে করি বর্তমানে পর্তুগালে বেড়ে ওঠা আমাদের আগামী প্রজন্ম স্থানীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন অঙ্গনে প্রতিনিধিত্ব করবে।

এসময় তিনি নবাগত পর্তুগাল প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, মূলধারা ও স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের পাশাপাশি দেশকে স্থানীয় পর্তুগিজদের কাছে তুলে ধরতে হবে।

কর্মজীবনে সাধারণ প্রবাসী হিসেবে শুরু করলেও পরে দ্রুত পর্তুগিজ ভাষা রপ্ত করায় ১৯৯৮ সাল থেকে পর্তুগালে বিভিন্ন সরকারি দপ্তরে অনুবাদক হিসেবে কাজ শুরু করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। যার মাধ্যমে তিনি পর্তুগালে বাংলাদেশিদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেন।

সম্পর্কিত পোস্ট