বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পর্তুগালে খোলা মাঠে ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশ: ২ মে ২০২২ | ২:৩০ অপরাহ্ণ আপডেট: ২ মে ২০২২ | ২:৪৬ অপরাহ্ণ
পর্তুগালে খোলা মাঠে ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাগর কন্যার দেশ পর্তুগালে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

করোনা মহামারী শিথিলতার ফলে আবারও খোলা মাঠে সোমবার স্থানীয় সময় সকাল ৮ ঘটিকায় লিসবনের মার্তিমমুনিজ পার্কে অনুষ্ঠিত ইউরোপের সর্ব বৃহৎ ঈদ জামাতটিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজ শুরুর আগে বয়ান করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

এদিকে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও কর্মকর্তাবৃন্দ ঈদ জামাতে অংশগ্রহণ করে প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি মনার ব্যক্তিবর্গের সাথে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করেন।

লিসবনের মার্তিমমুনিজ পার্ক ছাড়া ও হযরত খাদিজা (রাঃ) জামে মসজিদে চারটি জামাত, কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর নগরীর হামজা (রাঃ) ও বেলাল (রাঃ) জামে মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি আমাদোরা জোসে গোমেস মাঠ, মিলফন্তেস, কাসকাইস, ফারো, দামাইয়া, সেতুবাল ও আলবুফাইরাতে একটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট