বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পর্তুগালে ঈদ উল আযহা উদযাপন

প্রকাশ: ৯ জুলাই ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ৯ জুলাই ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ
পর্তুগালে ঈদ উল আযহা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে ৯ জুলাই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদ জামাতকে ঘীরে পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় লিসবনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশি অধ্যুষিত লিসবনের মাতৃ মনিজ পার্কে উক্ত নামাজে পাঁচ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। তাছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারত, পাকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের কয়েক হাজার হাজার অভিবাসী রাজধানী লিসবনে বিভিন্ন যায়গায় অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ গ্রহন করেন।

লিসবনের মাতৃ মনিজ পার্কে নামাজ শেষে বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার লিসবন জামে মসজিদের খতিব মাওলানা অধ্যাপক আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন। তাছাড়া পর্তুগালের রাজধানী লিসবনসহ বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ও এ দিন ঈদ উদযাপন করেন। এই জামাত ছাড়াও হাজারো মুসল্লি নিয়ে সকাল ৯টায় লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে, কাসকাইসে সকাল সাড়ে ৭টায়, অধিভেলাস সেকেন্ডারি স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায়, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস, কুইমরা, মাদেইরা এবং সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ দেশটির বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট