শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

পর্তুগালের মর্গে বাংলাদেশীর লাশ, স্বজনদের খুঁজে দুতাবাস

প্রকাশ: ১১ মে ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ আপডেট: ১১ মে ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ
পর্তুগালের মর্গে বাংলাদেশীর লাশ, স্বজনদের খুঁজে দুতাবাস

পর্তুগালের সানতারাই শহরের একটি হাসপাতালে মোহাম্মদ হান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি গত ২৫শে এপ্রিল মারা গেছেন।এ বিষয়ে দৈনিক সমকাল খোঁজ নিয়ে জানতে পারে শহরটিতে বাংলাদেশি হান্নান একাই বসবাস করতেন। সুরতহালের সময় লাশটির পরিচয় শনাক্ত করণে ব্যর্থ হলে হাসপাতালের মর্গে প্রায় পনেরো দিন ধরে অজ্ঞাত লাশ হিসেবেই রাখা হয়।

পরবর্তীতে মৃত এই ব্যক্তির স্বজনদের কোনো খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল এ যোগাযোগ করেছে।

দূতাবাসের পক্ষ থেকে মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য জানতে সংবাদকর্মী ও পর্তুগালে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে। শনাক্ত করা গেলে দূতাবাসের সাথে যোগাযোগের জন্য দেয়া হয়েছে ইমেইল এবং ফোন নাম্বার +351212697037 consular.lisbon@mofa.gov.bd

সম্পর্কিত পোস্ট