বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ৮:৩৪ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ৮:৩৪ অপরাহ্ণ
নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ

নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন। সোমবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসের হাই কমিশনারের নেতৃত্বে এ সময়ে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দূতাবাসের ‘বঙ্গবন্ধু হল’ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ ও মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর।

সংলাপ ০৭/০৩/০১২ আজিজ

সম্পর্কিত পোস্ট