বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নৌকায় ভাসমান ইতালিগামী ৩০০ অভিবাসী সাইপ্রাসে উদ্ধার

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ
নৌকায় ভাসমান ইতালিগামী ৩০০ অভিবাসী সাইপ্রাসে উদ্ধার

সাইপ্রাস দ্বীপরাষ্ট্রের ২০৩ কিলোমিটার পশ্চিমে ৩০০ জনেরও বেশি অভিবাসীকে নিয়ে ভেসে যাওয়া একটি ছোট কাঠের নৌকা উদ্ধার করেছে সাইপ্রিয়ট কর্মকর্তারা। মঙ্গলবার একজন সাইপ্রিয়ট কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

নৌকাটি তিন দিন আগে লেবানন থেকে রওনা হয়েছিল। নৌকাটি অনেক মহিলা এবং শিশুদের নিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছিল। ’

নৌকায় থাকা অভিবাসীদের জাতীয়তা নির্ধারণ করা যায়নি এখনো। পরে সমস্ত অভিবাসীদের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ পাওলো টপিকে করে নিরাপদে স্থানান্তর করা হয়।

সাইপ্রাস জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের কমান্ডার আন্দ্রেয়াস চারালামবিডেস বলেন, ‘৬০ ফুট লম্বা নৌকার ক্যাপ্টেন ইঞ্জিনের সমস্যা অনুভব করার পর সোমবার বিকেলে একটি দুর্যোগ কল পাঠিয়েছিলেন। পরে একটি হেলিকপ্টার এবং তিনটি নৌ ও পুলিশ টহল জাহাজ নৌকাটিকে সহায়তা দেয়।

উল্লেখ্য, সমুদ্রপথে ইউরোপে বিপজ্জনক অভিবাসনের জন্য একটি লঞ্চিং প্যাডে পরিণত হয়েছে লেবানন। দেশের অর্থনৈতিক সঙ্কট গভীর হওয়ার সাথে সাথে, অনেক লেবানিজ, সেই সাথে সিরীয় এবং ফিলিস্তিনি শরণার্থীরা সমুদ্রে যাত্রা করেছে।

সম্পর্কিত পোস্ট