প্রকাশ: ৩ অক্টোবর ২০২১ | ১১:৪২ পূর্বাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২১ | ১১:৪৪ পূর্বাহ্ণ
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
রোববার ( ৩ অক্টোবর ) প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম।
এসময় কুচকাওয়াজ ও অভিবাদনে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।