নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগে ট্রাকের চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের খালেকের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান (৭)। সে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।
বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান , নিহত মেহেদী হাসান স্থানীয় চৌতুল হেরা মাদরাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। মাদরাসা ছুটির পর কোচিং করার জন্য যাওয়ার সময় বীজবাগ ইউনিয়নের খালেকের টেক সংল্গন্ন এলাকায় একটি ইটবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও ড্রাইবারকে আটক করে। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং ট্রাক ড্রাইবারকে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।