শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ২:২৮ অপরাহ্ণ আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ২:২৮ অপরাহ্ণ
নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে এমন সমীকরণের স্নায়ুচাপ উতরে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব- সুপার টুয়েলভে নিশ্চিত করেছে দাসুন শানাকার দল শ্রীলঙ্কা।

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে টস জিতে ব্যাট করতে নেমে কিছুটা ধীরে শুরু করলেও শেষদিকের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে লঙ্কানরা। জবাব ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ ১৪৭ রান। ম্যাচটিতে শ্রীলঙ্কা ১৬ রানে জয় তুলে নিয়েছে।

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। স্কোরবোর্ডে ১০৯ রান জমা হতেই পড়ে যায় ৮ উইকেট। নবম উইকেটও পড়ে যায় ১২৩ রানে।

তবে দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে পারেননি জয়ের বন্দরে ভেড়াতে, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার।

এর আগে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং স্কোর গড়ার পেছনে মূল ভূমিকা পালন করেন ওপেনার কুশল মেন্ডিস। ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন তিনি। সতীর্থরা একের পর এক প্যাভিলিয়নে ফিরলেও একপাশ আগলে রেখে চারিথ আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন মেন্ডিস।

সম্পর্কিত পোস্ট