শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৫২ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৮:৫২ অপরাহ্ণ
নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা আজ সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।

সম্পর্কিত পোস্ট