সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ | ৮:০১ অপরাহ্ণ
নিয়ম রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।

ম্যাচটি শুধুই মাত্র আনুষ্ঠানিকতার জন্য কারণ দুই দল আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

তবে আনুষ্ঠানিকতার এই লড়াইকে আসলে ফাইনালের মহড়া হিসেবেও বর্ণনা করা হচ্ছে। কারণ এই ম্যাচের একদিন পর রোববার (১১ সেপ্টেম্বর) মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে, স্পিনিং অলরাউন্ডার শাদাব খান এবং আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নাসিম শাহকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। তাদের জায়গায় একাদশে এসেছেন উসমান কাদির এবং হাসান আলি। এছাড়াও দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। চারিথ আসালাঙ্কা এবং আসিথা ফার্নান্দোকে বসিয়ে ধনঞ্জয়া ডি সিলভা এবং তরুণ প্রমোদ মাদুশানকে একাদশে সুযোগ দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে প্রমোদ মাদুশানের।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, উসমান কাদির, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা

সম্পর্কিত পোস্ট