বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল পাকিস্তান

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল পাকিস্তান

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দেখায় বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল পাকিস্তান।

মঙ্গলবার (১১ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩০ রানেই থামতে হলো পাকিস্তান শিবিরকে। বাবর-রিজওয়ান দেখে শুনে শুরু করলেও হঠাৎ করেই থেমে যায় রানের গতি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি করতে সক্ষম হয় বাবর বাহিনী। ১৩১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামার পর চমৎকার ব্যাটিং প্রদর্শনিতে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানকে নামিয়ে আনে দ্বিতীয় স্থানে।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে অবশ্য কষ্ট করতে হয়নি। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটেই আসে ১১৭ রান। ৪২ বলের ঝড়ো ইনিংসে ১ চার ও ৬ ছক্কায় ব্যক্তিগত ৬২ রান করেন অ্যালেন। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর কনওয়েকে সঙ্গে নিয়ে ২৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই দলকে জয় এনে দেন কিউই অধিনায়ক।

যদিও মাত্র ১ রানের জন্য পঞ্চাশের দেখা পাননি কনওয়ে। ৪৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। হাঁকান ৫ চার। ৯ বলে ৯ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক উইলিয়ামসন।

সম্পর্কিত পোস্ট