মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে সামনের বছরের নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজের সংকল্প ব্যক্ত করলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৮ মার্চ সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলের এ সমাবেশের বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রতিটি প্রবাসীর ঐক্য কামনা করেন এবং নিউইয়র্কে একাত্তরের পরাজিত শক্তির অনুসারীদের ষড়যন্ত্র রুখে দেয়ার মধ্য দিয়েই স্বাধীনতাকে অর্থবহ করার কথা ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিউইয়র্ক হতে প্রকাশিত ও প্রচারিত কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারণার জবাব দিতে নিজেরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে উল্লেখ করেন নেতারা।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের উন্নয়নের ধারাবিবরণী দিয়ে বলেন, বঙ্গবন্ধুর নীতি-আদর্শে উজ্জীবিত সকলের মধ্যেকার অনৈক্য দূর করতে হবে। তাহলেই সমৃদ্ধির প্রত্যাশা পূরণ হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আহবান রেখেছেন নীতি ও আদর্শে অবিচল এবং এলাকার মানুষের সত্যিকার কল্যাণে বদ্ধপরিকর নেতা-সংগঠকদের সামনের নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে। তৃণমূলের নেতা-কর্মীর সাথে সম্পর্ক নেই এবং ক্ষমতার কাছাকাছি থেকে যারা দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের ব্যাপারে সতর্ক থাকারও প্রয়োজন রয়েছে। ২৩ জুন বাংলাদেশের আপামর জনগোষ্ঠির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দিন নিউইয়র্কেও ব্যাপক বিজয়-উল্লাস করার কর্মসূচিও ঘোষণা করেছেন আব্দুল কাদের মিয়া।
স্বাধীনতা দিবসের এ সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও মুক্তিযোদ্ধা-সন্তান আলিম খান আকাশ, চট্টগ্রাম সমিতির সভাপতি আহসান হাবিব, মহানগর আওয়ামী লীগের নেতা আব্দুল মতিন পারভেজ, আশরাব আলী খান লিটন, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, সমিরুল ইসলাম বাবলু, রিপন মোল্লাহ, নবী হোসেন, নাজিমউদ্দিন, জাফরউল্লাহ, মোহাম্মদ সিরাজ প্রমুখ।
সংলাপ-২৯/০৩/০১১/আ/আ