জনপ্রিয় শিশুসাহিত্যিক শরীফ মাহবুবুল আলমের দু’টি বই আবার আলোচনায়। প্রকাশিত হয়েছিল সদ্যসমাপ্ত ঢাকার একুশে বইমেলায়। গত ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রবাসনেত্রী নার্গিস আহমেদের হাতে। সেদিন ‘তিনবাংলা ইউএসএ’ আয়োজন করে জন্মতিথি অনুষ্ঠানের।
নিউইয়র্কের লেখক-সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে মুখর ছিলো আয়োজনটি। শরীফ মাহবুব আলমের নতুন মৌলিক বই ‘ইয়েতি’। অ্যাডভেঞ্চারমূলক আকর্ষণীয় উপন্যাস এটি। প্রকাশ করেছে ‘সমগ্র প্রকাশনা’-এর পক্ষে শওকত আলী তারা। প্রচ্ছদ ও অলংকরণে নিউইয়র্কের মাসুদ কবির। মূল্য ২৫০ টাকা যা উত্তর আমেরিকায় ১০ ডলারে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বইটির শিরোনাম ‘লাল-সবুজের মূল্য’। লেখক শফিক শরীফ। সম্পাদনা শরীফ মাহবুবুল আলম। প্রকাশক একাত্তর প্রকাশনীর পক্ষে জাহাঙ্গীর হোসেন। প্রচ্ছদ মাসুদ কবির ও মূল্য ২০০ টাকা। দু’টি বইয়েরই প্রকাশকাল অমর একুশে বইমেলা ২০২২। বই দুটোর প্রবাসে প্রথম মোড়ক উন্মোচন হলো ১০ এপ্রিল।
তিনবাংলা ইউএসএ-এর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালার বিশেষ পর্বে। জন্মতিথি উপলক্ষে তিনবাংলা সভাপতি নার্গিস আহমেদ তা গ্রহণ করেন। পূর্বে গ্রন্থদ্বয়ের ওপর আলোকপাতও করা হয়। শরীফ মাহবুবুল আলম বলেন, দ্বিতীয় বইটি মুক্তিযুদ্ধের। আমাদের পরিবার একাত্তরের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধে জড়িয়ে যায়। পার্বত্য চট্টগ্রামে তখন মহকুমা শাসক ছিলেন এইচ টি ইমাম। উনি সমূহ বিপদের আশংকা জানিয়ে পালাতে বলেন। আমার বাবা সরকারি কর্মকর্তা এবং পাকিস্তান পক্ষ ত্যাগ করেন। আমাদের পরিবার তখন রণাঙ্গনে জড়িয়ে পড়ে যা লোমহর্ষক ইতিহাস। সেসবেরই প্রামাণ্য কাহিনী ‘লাল সবুজের মূল্য’।
মোড়ক উন্মোচনে ছিলেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী, সিনিয়র সাংবাদিক-গবেষক সাঈদ তারেক, জাতিসংঘে কর্মরত কবি-সাহিত্যিক কাজী জহিরুল ইসলাম, তিনবাংলার প্রেসিডিয়াম সদস্য গবেষক আবু খালিকুজ্জামান, পশ্চিমবঙ্গের প্রখ্যাত পদ্যকার অভীক বসু।
একটি বই অভীক বসু ও চিত্রশিল্পী সোমা বসুকে উৎসর্গকৃত করা হয়। এটি সঞ্চালনা করেন তিনবাংলা সম্পাদক কবি রওশন হাসান। লেখক শরীফ মাহবুবকে ধন্যবাদ জানান সভাপতি নার্গিস আহমেদ। তিনি বলেন, তিনবাংলা’র প্রেসিডিয়াম সদস্য হলেও সাহিত্যিক হিসেবেও সমাদৃত। আমরা এই ধরণের কার্যক্রমকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।