নিউইয়র্কে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
বুধবার (৩০ মার্চ) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাগরিকা’। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘পথে হলো দেরি ও সাড়ে চুয়াত্তর’।
প্রদীপ প্রজ্বলন করে উৎসব উদ্বোধনে মৌসুমীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মো. উল্লাহ ও ফজলুর রহমান। উৎসব সফল করতে সার্বিক সহযোগিতা করছে শাহ গ্রুপ।
অনুষ্ঠানে মৌসুমী বলেন, সুচিত্রা সেন অভিনীত সিনেমাগুলো অসংখ্যবার দেখেছি এবং তা থেকে অনেককিছু শিখেছি। পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই, আমাদের বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে।
স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর কর্ণধার গোপাল সান্যাল।
তিনি বলেন, আমরা নিউইয়র্ক থেকে আন্দোলন করে পাবনায় তার বসতভিটা উদ্ধারে ভূমিকা রাখতে পেরেছি। দেশের কৃতি মানুষদের নিয়ে এমন আয়োজন আরও করবো।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপিকা হোসনে আরা, ডালাস থেকে আগত ড. বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ক্লাব ইউএসএর সভাপতি নুরুল আমিন বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, প্রজন্ম ৭১-এর আহবায় শিবলী সাদিক।
কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনার গোপালপুর গ্রামের হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর তাদের পরিবারের সবাই ভারতে চলে যান।
সংলাপ-৩১/০৩/০০৩/আ/আ