প্রবাসে ফেরা হলো না পর্তুগাল প্রবাসী তারেক আহমদ রাজুর। বত্রিশ বছর বয়সী এই প্রবাসী সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তারেক সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের আব্দুন্নুর মাষ্টারের ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সম্মুখে বাস, ব্যাটারি চালিত টমটম ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু ও ২০জন আহত হন৷ তাদের মধ্যে স্ত্রী সহ পর্তুগাল প্রবাসী তারেক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে৷ সেখানকার চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা স্থানান্তর করতে বলেন। সোমবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় সিলেটের থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
তারেকের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আম্বিয়া জানান, তারেক ছিলেন পর্তুগালের একজন তরুণ ব্যবসায়ী। মূলত তিনি পর্তুগালে তার পরিবার নিয়ে আসার জন্য কিছুদিন পূর্বে বাংলাদেশে যায়। তার মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। তারেকের মৃত্যুতে পুরো বাংলাদেশ কমিউনিটিতে শোক নেমেছে।