রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০

নারায়ণগঞ্জ ক্লাবের ঈদ পুনর্মিলনী জার্মানিতে

প্রকাশ: ১০ মে ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ আপডেট: ১০ মে ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ ক্লাবের ঈদ পুনর্মিলনী জার্মানিতে

‘গৌরবে সৌরভে নারায়ণগঞ্জ’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ কমিউনিটি ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বের পার্কে ঈদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন- হাবীব সরকার, আরিফ আহমেদ, আমানুল্লাহ ইসলাম ও ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি জীবনযাপন করতে হয়েছিল জার্মানি প্রবাসী বাংলাদেশিদের। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাই ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন তারা। ঈদের সাজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

সম্পর্কিত পোস্ট