শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নবীপ্রেম ও দেশপ্রেমের সমন্বয়ে দেশ গঠন করা দরকার -স উ ম আব্দুস সামাদ

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৯:১৬ পূর্বাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৯:১৬ পূর্বাহ্ণ
নবীপ্রেম ও দেশপ্রেমের সমন্বয়ে দেশ গঠন করা দরকার -স উ ম আব্দুস সামাদ

পৃথিবীর সবকিছুতেই পার্সেন্টেজ চললেও দেশপ্রেম ও নবী প্রেমের ক্ষেত্রে তা অচল। নবীপ্রেম ও দেশপ্রেমে শতভাগ পরিশুদ্ধ না হলে সে কখনো প্রকৃত ধার্মিক ও দেশ প্রেমিক হতে পারে না। আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকৃত আদর্শ হচ্ছে এটা।তাই নবীপ্রেম ও দেশ প্রেমের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন।সেই সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুব সেনা ভাইদেরকে সুন্নিয়ত প্রতিষ্ঠার দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।

আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন শারজা প্রাদেশিক শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ন মহাসচিব স উ ম আব্দুস সামাদ একথা বলেন।

আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন সারজা প্রাদেশিক সরকার সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও হাফেজ মোঃ জালাল উদ্দিন খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ইউ এ ই’র কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব হাফেজ জালাল উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন সারজা শাখার সহ-সভাপতি আলমগীর বাবু, জাতীয় সংগীত পরিবেশন করেন মোহাম্মদ আবু সালেহ, কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও নেতাকর্মীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট