’প্রবাসীদের কষ্টের টাকা সচল রাখে দেশের চাকা’ এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রেমিট্যান্স যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত হয় নবীনগর উপজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডডেশন। গত শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দুজন অসুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান সংগ্রহ ও সার্বিক তত্বাবধান করেন সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক জিয়াউল হক।
অনুদান প্রদানকালে সংগঠনের উপদেষ্টা সামস আলম, জালাল উদ্দিন বিপ্লব, সংগঠনের সহ সভাপতি আবু বকর বাবুল, যুগ্ম সম্পাদক কে এম সফর আলী, আবুল বাশার মুন্সী, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার স্মৃতি, শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদস্যরা বলেন, মানুষের জন্য মানবিকতার শপথ নিয়ে সংগঠনের সদস্যরা কিডনি রোগে আক্রান্ত মোস্তফা কামাল ও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ছগির হোসেনের ছেলের সাহায্যে এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।